¡Sorpréndeme!

সরোদ তবলার সুর মোহনায় প্রেমতরঙ্গ উতরে বেড়ায় || Jagonews24.com || Classical fest 2017

2021-06-15 7 Dailymotion

সরোদের তারে তখন জোর টান। সে টানে চিঁড় ধরছে হৃদয় জমিনও। ছয়টি তারের খেল। আর তাতেই এত মোহ! এক তার ছুঁয়ে আরেক তারে আঙ্গুলের ছোঁয়া লাগতেই সুর উতরে উঠছে। সে সুর তরঙ্গ এসে মিলছে ভাবনগরের কিনারে কিনারে।

সরোদ যখন খেলছে নিজের আবশে, তখন বেহালা সঙ্গম ঘটালো সুরের মোহনায়। সরোদ-বেহালার যুগলবন্দিতে ধানমন্ডির সুর নদীতে বইতে থাকলো প্রেমধারা। রাগ সিমেন্দ্রমধ্যমম। রাগে রাগে সরোদ প্রেম দরিয়ার ঢেউ ঠেলে দিচ্ছে বেহালার কোলে। বেহালা তা লুফে নিয়ে উতরে দিচ্ছে। আবার বেহালায় রাগ উঠিয়ে নিবেদন করছে সরোদে। দু’জনের চারটি হাতের পরশেই তুফান ওঠলো শীতবেলার মধ্য রাতেও...
Classical fest 2017